মাসিক নবীনকণ্ঠ আগস্ট–২০২৫ সংখ্যায় লেখক পুরস্কার ঘোষণা
ঢাকা, আগস্ট ২০২৫
মাসিক নবীনকণ্ঠ–এর আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ (রবিউল আউয়াল ১৪৪৭ হি.) সংখ্যায় প্রকাশিত বিশেষ সিরাতুনবী সা. সংখ্যায় নির্বাচিত হয়েছে চারজন সেরা লেখক/লেখিকা।
লেখালেখির মান, বিষয়বস্তুর মৌলিকতা এবং পাঠকের কাছে গ্রহণযোগ্যতার ভিত্তিতে সম্পাদকীয় বোর্ড এই চারজনকে নির্বাচন করেছেন। নির্বাচিত লেখকরা হলেন—
১️⃣ কাজী সুলাইমান – ছড়া
২️⃣ সাদিয়া আনজুম – কবিতা
৩️⃣ আবদুল্লাহ আলামামুন আশরাফি – প্রবন্ধ
৪️⃣ মাহমুদ হাসান ফাহিম – প্রবন্ধ
এমন উদ্যোগের মাধ্যমে নবীনকণ্ঠ লেখক-লেখিকাদের উৎসাহিত করার পাশাপাশি সৃজনশীল চর্চাকে আরও গতিশীল করতে দৃঢ় প্রতিজ্ঞ।
📌 নির্বাচিত লেখকগণকে নবীনকণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।