নবীনকণ্ঠে ‘প্রিয় শিক্ষক’ সংখ্যার জন্য লেখা আহ্বানসমাজের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, সম্মানিত শিক্ষকবৃন্দকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে মাসিক পত্রিকা নবীনকণ্ঠ আগামী সংখ্যাটি প্রকাশ করতে যাচ্ছে ‘প্রিয় শিক্ষক’ নামে বিশেষ আয়োজন।
শিক্ষক কেবল পাঠদাতা নন; তিনি মানবতার নির্মাতা, জীবনের দিশারী এবং স্বপ্ন দেখার অনুপ্রেরণা। তাই এই সংখ্যায় পাঠক ও লেখকগণের কাছ থেকে লেখা আহ্বান করা হয়েছে।
লেখার বিষয়: শিক্ষক, শিক্ষা, প্রেরণা ও শ্রদ্ধা
লেখা জমাদানের শেষ তারিখ: ১২ অক্টোবর ২০২৫ খ্রি. (রবিবার)
লেখা পাঠানোর ঠিকানা: [email protected]
গদ্য, প্রবন্ধ, স্মৃতিচারণ, কবিতা, গল্প কিংবা শিক্ষকের প্রতি শ্রদ্ধাঞ্জলি—যেকোনো রচনা পাঠানো যাবে এই বিশেষ সংখ্যার জন্য।
উল্লেখ্য, নির্বাচিত চারজন লেখক/লেখিকাকে ‘লেখক সম্মাননা সনদ’ ও হাদিয়া প্রদান করা হবে, ইনশাআল্লাহ।
নবীনকণ্ঠ সম্পাদকমণ্ডলী বলেন—‘চলুন, কলমের নিবে জ্বালাই কৃতজ্ঞতার প্রদীপ। শিক্ষক দিবসকে স্মরণ করি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতায়।’