মাসিক নবীনকণ্ঠ জুন-২০২৫ খ্রি. এর বিশেষ সংখ্যা ছিল ‘নারীর অধিকার ও মর্যাদা’ বিষয়ক। সাম্প্রতিক এই সংখ্যায় প্রকাশিত অসাধারণ সব লেখা থেকে পাঁচজন লেখক ও লেখিকা সেরা লেখক হিসেবে নির্বাচিত হয়েছেন। তাদের সৃষ্টিশীলতা, সমাজ সচেতন দৃষ্টি ও উপস্থাপনা পাঠকসমাজে দাগ কাটতে সক্ষম হয়েছে।
সেরা পাঁচ লেখক ও তাদের লেখা
১. মাহফুজ বিন মোবারকপুরী
লেখা: নারীমুক্তির আন্দোলনে ইসলাম (প্রবন্ধ)
২. জামাল হোসেন
লেখা: আমার দেহ আমারই ইচ্ছেঃ ফিতনার নতুন রূপ (ফিচার)
৩. শাহনাজা বেগম ইমা
লেখা: নারীর কৃতিত্ব (প্রবন্ধ)
৪. শাহজালাল সুমন
লেখা: নারীর সম্মান (ছড়া)
৫. আতিয়া মাহজাবিন
লেখা: আর্শের আমানত (কবিতা)
নবীনকণ্ঠ পরিবার থেকে নির্বাচিত সকল লেখক-লেখিকাকে আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে। সমাজের নৈতিক, পারিবারিক ও দাওয়াতি দায়িত্ববোধকে শক্তিশালী করতে তাদের এমন লেখনী যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।